রাত ৮:১৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বেঁকে বসেও লাভ হলো না, ভারতের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫

 

পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না, ক্রিকেট রাজনীতিতে পরাশক্তি ভারতের এই দাবি মেনে নিতে বাধ্য হয় আইসিসি। শেষপর্যন্ত আয়োজক পাকিস্তান এককভাবে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সহআয়োজক হিসেবে দায়িত্ব পায় সংযুক্ত আরব আমিরাত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে আরব আমিরাতের মাঠে। পাকিস্তান খেলতে যেতে হবে না। এরই মধ্যে নতুন আরেক আবদার করে বসে ভারত, জার্সিতেও তারা পাকিস্তানের নাম রাখবে না।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে জানা গেলো, বেঁকে বসে লাভ হয়নি। ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকছেই।

সোমবার উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে, আয়োজক পাকিস্তানের নাম। মানে রোহিত-কোহলিরা পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেছেন যে, বোর্ড আইসিসির নিয়ম মেনে চলবে। ফলে, ভারত আইসিসির ইউনিফর্ম-সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে এবং এটি দুটি দেশ জুড়ে চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মৌসুমের প্রথম আইসিসি ইভেন্টের আগে, বিসিসিআই ভারতীয় দলের ফটোশুটের ছবি প্রকাশ করেছে, যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন জার্সিতে পোজ দিয়েছেন। নতুন জার্সির বিশেষ আকর্ষণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিং এবং ডান কোণে আয়োজক দেশ পাকিস্তানের নাম মুদ্রিত থাকা।

 

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *