রাত ৩:৩২ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিয়ে করেছেন শোভন-সোহিনী, ছবি প্রকাশ্যে

১৬ জুলাই ২০২৪
সোহিনীর ইনস্টাগ্রাম থেকে ছবিটি নেওয়া

 

টালিউড তারকা শোভন-সোহিনী গত বছর এমন দিনেই প্রেমের শুরু করেছিলেন। এবার এমনই বর্ষার সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা। ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার একটি খামারবাড়িতে তাদের বিয়ের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

১৪ জুলাই বন্ধুবান্ধব নিয়ে তারা সেখানে যান। গতকাল (১৫ জুলাই) টালিউডের এই আলোচিত যুগল বিয়ের পিঁড়িতে বসেন। এদিকে সোহিনী বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’

জীবনের এই বিশেষ দিনে সোহিনী বেনারসি পরেছিলেন। সঙ্গে মানানসই ঐতিহ্যবাহী সোনার গয়নায় সেজেছিলেন তিনি। অন্যদিকে শোভন পরে ছিলেন সাদা সিল্কের কাজ করা পাঞ্জাবি ও ধুতি।

সোহিনী বিয়েতে ঐহিত্যবাহী সাজে ধরা দেন। গয়না, শাড়ি, সব মিলিয়ে বাঙালি সাজে বিশেষ দিনে সাজলেন এ অভিনেত্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সোহিনীর সিনেমা ‘অথৈ’। সব মিলিয়ে এ জুটির জীবনে এখন সুখের আনন্দধারা বয়ে যাচ্ছে।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *