রাত ১০:২৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিয়াকের নতুন সিইও কে এ এম মাজেদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৫

 

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন কে এ এম মাজেদুর রহমান। বিয়াকে যোগ দেওয়ার আগে তিনি দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এ কে খান অ্যান্ড কোম্পানির গ্রুপ সিইও ছিলেন। এ ছাড়া তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বিয়াকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কে এ এম মাজেদুর রহমানের ব্যাংক ও পুঁজিবাজার বিষয়ে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি ১৯৮১ সালে ব্যাংকিং খাতে তাঁর কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় চার দশকের বেশি সময় ধরে কৌশলগত ব্যবসায় রূপান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, গভর্ন্যান্স ও স্টেকহোল্ডার সম্পর্ক বিষয়ে কাজ করেছেন। বর্তমানে তিনি মালদ্বীপ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি ফাইন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক।

দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংক আলফালাহর এদেশীয় প্রধান, এবি ব্যাংকের প্রধান ঝুঁকিবিষয়ক কর্মকর্তা ও আইপিডিসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং কর্মজীবনে তিনি বহু কৌশলগত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজিউমার ব্যাংকিং প্ল্যাটফর্ম বাস্তবায়ন, ব্যাংক আলফালাহকে একটি নতুন ব্যাংক হিসেবে প্রবর্তন এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যাংক অব ওমানকে মাশরেক ব্যাংকে রূপান্তর। এ ছাড়া তাঁর দায়িত্বকালে চীনের সাংহাই এবং শেনজেন স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত হয়।

মাজেদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি অক্সফোর্ডের সাঈদ বিজনেস স্কুল, লন্ডন বিজনেস স্কুল এবং যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিকিউরিটিজ ইনস্টিটিউটে সিনিয়র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব রিস্ক ম্যানেজমেন্ট থেকে রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *