সকাল ১১:২৮ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিজিএমইএ নির্বাচনে ফোরাম চট্টগ্রাম-এর প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০২৫

 

বিজিএমইএ পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে চট্টগ্রামের শীর্ষ তৈরি পোষাক নির্মাতাদের সংগঠন ফোরাম চট্টগ্রাম। মঙ্গলবার সন্ধ্যায় ফোরাম চট্টগ্রামের নির্বাচনী অফিসে এক অনুষ্ঠানে সম্ভাব্য এ প্যানেল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরাম বাংলাদেশের সভাপতি এম এ সালাম, ফোরাম চট্টগ্রামের মহাসচিব এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা এবং ভাইস প্রেসিডেন্ট খন্দকার বেলায়েত হোসেন।

এতে সর্বসম্মতিক্রমে কেডিএস গ্রুপের কর্ণধার সেলিম রহমানকে চট্টগ্রাম অঞ্চলের প্যানেল প্রধান হিসেবে মনোনীত করা হয়। একইসঙ্গে রিজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা গোলাম আকবরকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করা হয়। সম্ভাব্য প্যানেলে আরও আছেন- খ্যাতনামা শিল্পোদ্যোক্তা ক্লিফটন গ্রুপের কর্ণধার এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ আহমেদ সালাম, চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী বাবলু, ম্যাগী অ্যান্ড লীজ কপোরেশন লিমিটেড ও এইচকে টিজি গার্মেন্টস’র ব্যবস্থাপনা পরিচালক এনামুল আজিজ চৌধুরী, লাকি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, অ্যালার্ট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ মনসুর, দ্য নীড এ্যাপারেলস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ, ডেলমাস ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক রায়হান শামস, ফ্যাশন অব ওয়েলস্’র ব্যবস্থাপনা পরিচালক ওদুদ মোহাম্মদ চৌধুরী এবং এনআরসি নীট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদুর রহমান।

এতে বক্তারা বলেন, পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান অনিশ্চিত হয়ে উঠছে। এই অনিশ্চিতয়তার পেছনে রয়েছে আঞ্চলিক প্রতিযোগিতা ও বৈশ্বিক বাণিজ্যে পরিবর্তন। এছাড়া শুল্ক বাড়ায় বড় ঝুঁকির মধ্যে পড়েছে এই শিল্প। এই উদ্ভূত পরিস্থিত মোকাবিলায় এবারের নির্বাচনে পোশাক খাতের সাহসী ও দক্ষ নেতৃত্ব বেছে নিয়েছে ফোরাম। এই খাতকে এগিয়ে নিতে সেবা, সততা, সাহস ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *