রাত ৯:২৬ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিএনপির সাথে কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টম্বর ২০২৪

 

 

বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

মঙ্গলবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।

ঘন্টাব্যাপী এই সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাক্ষাতের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘‘ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এগুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি… বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র-জনতার যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে…. বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে।”

‘‘ বিগত ১৭ বছর দুর্নীতিতে এই দেশ শুধু ছেয়ে গিয়েছিলো তাই নয়, এদেশের ব্যবসা-বানিজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে যে সম্ভাবনা রয়েছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং স্পষ্টত: কোরিয়া কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি… তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে উভয় দেশের জনগন এই থেকে উপকৃত হতে পারে সেটাই হচ্ছে কোরিয়া-বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কই তার মূলনীতি।”

তিনি বলেন, ‘‘ আমরা এই নীতি অনুসরণ করেই আমরা দুইদেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা একথা বলেছি যে, ভবিষ্যতে যদি এদেশের জনগন বিএনপিকে দেশপরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের স্বার্থ সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সৌহার্দ বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাবো।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *