সকাল ৯:৪৫ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৫

 

 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানসহ ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী বৈঠকে অংশ নিয়েছেন।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *