রাত ৪:১৩ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিএনপির কনসার্টে ভেঙে পড়ল সাংবাদিকদের মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪

 

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত কনসার্টে সাংবাদিকদের জন্য করা মঞ্চ ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট চলাকালে এ মঞ্চ ভেঙে পড়ে। এতে নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক আহত হন।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাখো জনতায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সংসদ ভবনের আশপাশ এলাকা। বিজয়ের এ কনসার্ট উপভোগ করতে আসেন সব শ্রেণি পেশার মানুষ। নারী পুরুষ, শিশু, কিশোর কে নেই এ আয়োজনে! হাতে জাতীয় পতাকা আর মুখে আলপনা নিয়ে অনেকেই যোগ দিয়েছেন বিজয়ের এ কনসার্টে।

জানা গেছে, উন্মুক্ত এই কনসার্টে পারফর্ম করবেন জেমস, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারসহ কিংবদন্তি সব শিল্পীরা।

এদিকে উন্মুক্ত এ কনসার্ট ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। মিরপুর রোড, আগারগাঁও, ফার্মগেট, পান্থপথ, গুলিস্তানের সব জায়গাতেই ছড়িয়েছে এ যানজট।

এর আগে কনসার্টের শুরুর দিকে সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী মঞ্চে ওঠেন। তারা গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।

কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। এর আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *