স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫
১৩ বছর আগে নিজের ক্যারিয়ার নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন এনামুল হক বিজয়। এবার তা সত্যিও করলেন এই ওপেনার। স্পর্শ করলেন স্বীকৃত ক্রিকেটে ৫০ সেঞ্চুরির মাইলফলক। যা করতে পারেনি আর কোনো বাংলাদেশি ব্যাটার।
২০১৪ সালে নিজের ডায়েরিতে বিজয় লিখে রেখেছিলেন, ‘২০২৫ ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’। অবশেষে তার এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।
বিজয় ৫০ সেঞ্চুরি স্পর্শ করার পর যে তার সেই ডায়েরিতে লেখা স্বপ্নের কথা জানিয়েছেন তা কিন্তু না। আগেই তার এই স্বপ্নের কথা প্রকাশ করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিকযোগাযোগ মাধ্যমে ডায়েরির সেই লেখার একটি ছবি প্রকাশ করেছিলেন বিজয়।
আজ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ স্পোর্টসের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বিজয়। যা নিজের ৫০তম সেঞ্চুরি।
৫০ সেঞ্চুরির মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছেন বিজয়। এখানে তার সেঞ্চুরি সংখ্যা ২৪টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেঞ্চুরি ২৩টি ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি সেঞ্চুরি করেছেন এই অভিজ্ঞ ওপেনার।
জ উ / এনজি