রাত ৪:১৮ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে হতাহতের ঘটনায় বিএনপির শামা ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৪

 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে।  বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সমস্ত পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে এই দুইজনের পদ স্থগিতের বিষয়টি তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হবার ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো। বুধবার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত কবির ভূঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বাসার ভূঁইয়ার ছেলে। তিনি বাবুল পক্ষের সমর্থক বলে জানা গেছে।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *