বিকাল ৪:০৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

প্রোটিয়াদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
৬ মে ২০২৫

 

ছেলেদের পাশাপাশি বাংলাদেশের নারী ক্রিকেটাররাও ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং আজ (মঙ্গলবার) থেকে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে হার দিয়ে সিরিজ শুরু করল স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারের ৫২ রানে ভর করে ১৭৯ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। যা প্রোটিয়া ইমার্জিং দল ৫ উইকেটে পেরিয়ে গেছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। ৪৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রান। সুমাইয়া ৭৩ বল মোকাবিলায় ৬টি চারের বাউন্ডারিতে ৫২ রান করেন।

এ ছাড়া শারমিন সুলতানা ৩৪ ও ইশমা তানজিম করেন ২৯ রান। প্রোটিয়াদের পক্ষে ডেলমার্ট টাকার তিনটি এবং লুয়ান্ডা এনজুজা ও গান্ধি জাফতা দুটি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে সফরকারী আফ্রিকান মেয়েরা ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। তাদের পক্ষে ফায়ে টনিক্লিফ ১১৮ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। ৫০ রান করে অপরাজিত ছিলেন এলিজ মারি মার্ক্স। এ ছাড়া ২৪ রান আসে টাকারের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা ও স্বর্ণা আক্তার দুটি করে এবং সানজিদা আক্তার একটি উইকেট শিকার করেন।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *