জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ মে ২০২৫

দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল ঢাকা ওয়ান্ডারার্স। প্রায় দুই দশক পর ফুটবলে শীর্ষস্তরে ফিরেছিল। প্রিমিয়ার লিগে এসে নিজেদের টিকিয়ে রাখতে পারল না। অবনমিত হয়ে নিচের ধাপ চ্যাম্পিয়নশীপ লিগে চলে গেল।
ঢাকা ওয়ান্ডারার্সের অবনমন প্রায় নিশ্চিতই ছিল। প্রিমিয়ারে টিকে থাকতে শেষ দুই রাউন্ডে নিজেদের জয়ের পাশাপাশি ফকিরেরপুলের পরাজয় প্রয়োজন ছিল। এমন সমীকরণের মুহুর্তে আজ ফকিরেরপুলের বিপক্ষেই হেরেছে ওয়ান্ডারার্স। এতে ১৭ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল প্রিমিয়ারে টিকে থাকল। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্টে ওয়ান্ডারার্স ঝরে পড়ল।
দশ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার অবনমন দু’টি। চট্টগ্রাম আবাহনীর অবনমন আগেই নিশ্চিত হয়েছে। পরের অবনমন এড়ানোর লড়াই চলছিল ওয়ান্ডারার্স ও ফকিরেরপুলের মধ্যে।
আজ গাজীপুরে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার গুরুত্বপূর্ণ খেলায় ফকিরেরপুলের ইব্রাহীম জোড়া গোল করেন। ১৯ মিনিটে তার গোল ফকিরেরপুল প্রথম লীড নেয়। ৭৭ মিনিটে তিনি আরেক গোল করেন। ৮০ মিনিটে ওয়ান্ডারার্সের গানিজানভ গোল করলে পরাজয়ের ব্যবধান কমে ২-১ হয়।
জা ই / এনজি