রাত ১:১৩ | রবিবার | ২৫ মে, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৬ জিলকদ, ১৪৪৬

প্রধান উপদেষ্টা-বিএনপি বৈঠক : সংস্কার-বিচার-নির্বাচন, তিন বিষয়ে আলোচনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২৫

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচন; এই তিন বিষয়ে কথা বলেছে বিএনপির প্রতিনিধিদল।

ওই বৈঠকে সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগও দাবি করেছে দলটি।

শনিবার (২২ মে) রাত ৮টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি নেতারা।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির চার নেতা। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বৈঠক থেকে বের হয়ে লিখিত বক্তব্য দেন খন্দকার মোশাররফ হোসেন। সেখানে তিনি বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন।

তার লিখিত বক্তব্য শেষে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনারা কি রোডম্যাপের বিষয়ে কোনো আশ্বাস পাননি?

এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ রকম কোনো কথা হয়নি। উনি স্পেসিফিক জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি। হয়তোবা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন। সেজন্য আমরা অপেক্ষা করবো।

পাল্টা প্রশ্ন করা হয়, আপনারা সন্তুষ্ট কি না? এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এখনো প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। ওনার প্রেস সেকশন কী বলে, তারপর আমরা প্রতিক্রিয়া দেবো।

এই আলাপের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন; এই তিনটার ওপর আলোচনা হয়েছে। এবং সংস্কারের মধ্যে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছেন যে, যেখানে ঐকমত্য হবে তার ওপর সংস্কার হবে। সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব।

তিনি বলেন, বিচারব্যবস্থা বিচার বিভাগ করবে। এখানে যে আলোচনা হয়েছে, সেখানেও তাদের কোনো দ্বিমত নেই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। সে আলোচনাও হয়েছে এখানে।

এরপর সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা তিনজনের পদত্যাগের দাবি জানিয়েছি। লিখিত বক্তব্যেও জানিয়েছি। মুখেও বলেছি। আগেও বলেছি, দুই ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা, যাদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে, তাদের পদত্যাগ করতে হবে।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *