সন্ধ্যা ৭:১০ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা ফের গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল

১৫ মে ২০২৫

 

বরিশালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, বুধবার বিকেলে নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে মারধর দিয়ে পুলিশে সোপার্দ করে। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

পরে তাকে ধরতে নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোরে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পালিয়ে যাওয়া খালেদ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *