বিনোদন ডেস্ক

প্রেমের ওপর একটা সময় ভরসা ছিল ওপার বাংলার অভিনেত্রী মিশমি দাসের। অভিনয় ছেড়ে প্রেম করার জন্য শহরের বাইরেও গিয়েছিলেন তিনি। বর্তমানে সিংগেল লাইফ কাটাচ্ছেন। কিন্তু পুরুষদের প্রতি এই অভিনেত্রীর রয়েছে তিক্ততা। তাই তো বলেই ফেললেন, পুরুষদের সৃষ্টি করা সৃষ্টিকর্তার ভুল।
অবশ্য পুরুষ বলতে ‘সংবেদনশীল পুরুষ’ হলে চলবে তার-এমনই মত অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিশমির প্রেমজীবন প্রসঙ্গে উঠে আসে এমন কথা। অভিনেত্রীর ভাষ্য, ‘আশা করি ৬০-৭০ বছর বয়সে সংবেদনশীল কাউকে পেতে পারি। কিন্তু এখন আমি কাউকে খুঁজছি না। কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি।’
তবে শোনা যাচ্ছে, টালিউডে অনেক অভিনেত্রীরাই নাকি এখন সিংগেল থাকতে চাইছেন। যাদের অধিকাংশই প্রেমঘটিত। অর্থাৎ, হয়তো একসময়ে প্রেম করেছেন, কিন্তু সেখানে এতটাই তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে তার প্রভাব কাজের জীবনেও পড়েছে। সে দিক থেকে চিন্তা করে মিশমি এমন মন্তব্য করতে পারেন বলে অনুমান তার ভক্তদের।
এই মুহূর্তে মিশমির ‘ফুলকি’ ধারাবাহিকটা চর্চায়। সম্প্রতি ৭০০ পর্ব হয়েছে এই ধারাবাহিকের। সেখানে মিশমির চরিত্রটি গুরুত্বপূর্ণ, সঙ্গে দর্শকের বিশেষ পছন্দেরও এই অভিনেত্রী।
সূত্র : টিভি নাইন বাংলা/ এনজি