দুপুর ২:০৮ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

পিএসএলে দল পেলেন সাকিব!

ক্রীড়া প্রতিবেদক
১৪ মে ২০২৫

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের আগে ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

লাহোর এখনো সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে দুই পক্ষের মাঝে ইতোমধ্যেই চূড়ান্ত আলোচনা হয়ে গেছে। একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ।

পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ায় আবারো ১৭ মে থেকে মাঠে গড়াবে পিএসএলের বাকি অংশ। পরিবর্তিত সূচিতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাচ্ছ না দলগুলো। ফলে নতুন করে আবারো ক্রিকেটার সঙ্গে চুক্তি করতে হচ্ছে তাদের।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *