সকাল ১১:৩২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

পিএসএলে উড়ছেন রিশাদ, যা বলছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫

 

প্রথমবার পিএসএলে খেলতে গিয়েই বাজিমাত রিশাদ হোসেনের। টানা দুই ম্যাচে ৩ উইকেট করে শিকার করেছেন তিনি। তার এমন পারফরম্যান্সে দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে তার দল লাহোর কালান্দার্স।

পিএসএলে নিজের প্রথম ম্যাচটা বেঞ্চে বসে কাটাতে হয়েছিল রিশাদের। এরপর কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের এই স্পিনার।

পরে করাচি কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখান এই বাংলাদেশি। সেই সঙ্গে পিএসএলে করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ২৬ রান খরচায় প্রতিপক্ষের মূল্যবান তিন উইকেট তুলে নেন রিশাদ। তার এমন পারফর্মম্যান্সে খুশি বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আজ বৃৃহস্পতিবার সিলেটে গলমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘রিশাদেন সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে। ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ভালো খেলেছে এটা ওকে কনফিডেন্স দেবে। দলে ওর জায়গাটা আরেকটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল।’

‘সে তরুণ একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না। বাইরে এভাবে খেলার অভিজ্ঞতা ওর নেই। তো আমি আশা করব যে এটাকে ও দারুণভাবে কাজে লাগাবে। যখন ফেরত আসবে আমরা ওকে অন্য এক রিশাদ হিসেবে পাবো এবং পরিণত এক রিশাদকে আমরা হয়তোবা পাবো।’

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *