দুপুর ২:০১ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

‘পাঠান টুর’ শুটিং কোথায় হবে?

বিনোদন ডেস্ক
১২ মে ২০২৫

 

চার বছরের বিরতির পর ‘পাঠান’ ছবির হাত ধরে কামব্যাক করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পুরোদমে অ্যাকশন হিরোর অবতারে দেখা গেছে কিং খানকে। বক্স অফিসে ছবিটি ৫০০ কোটি টাকা আয় করে। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর রেকর্ড ভেঙেছিল এই ছবি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবির প্রযোজকেরা ‘পাঠান’-এর সিক্যুয়েল তৈরি করবেন। এবার জানা যাচ্ছে, ‘পাঠান টু’-এর শুটিং লোকেশন হতে চলেছে চিলিতে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা অংশুমান ঝা।

অংশুমান জানিয়েছেন, চিলির রাষ্ট্রপতি এবং সেখানকার কালচারাল মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন তিনি। তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আলোচনা হয়েছে চিলি ও ভারতের সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে।

তিনি বলেন, ‘আগামী বছর চিলিতে শুটিং শুরু হবে ‘পাঠান ট’ ও ‘লকরভাগ্গা থ্রি’-এর। আশা করছি, চিলির রাষ্ট্রপতি আমাদের ছবির মাধ্যমে তার দেশের সৌন্দর্যের প্রদর্শন করবেন।’

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির প্রথম সংস্করণে শাহরুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহম। ছবিটির পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। এক গুপ্তচরের গল্প বলেছিল ‘পাঠান’। ছবিটি প্রযোজনা সংস্থার স্পাই ইউনিভার্সের অংশ।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *