সকাল ৯:৫০ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ৫ ম্যাচের সবকটিই জিততে চান বাংলাদেশ কোচ

ক্রীড়া প্রতিবেদক

৩ এপ্রিল ২০২৫

 

 

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশ নারী দল আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে। তার আগে এদিন সকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। যেখানে দলের পরিকল্পনা জানাতে গিয়ে বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিই জেতার লক্ষ্য জানিয়েছেন এই কোচ।

পাকিস্তানের ব্যাটিং-বান্ধব উইকেটে বোলারদের ভালো করার প্রসঙ্গে বাংলাদেশি কোচ সারোয়ার বলেন, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল, অনুশীলনে আলাদা করে এই কাজগুলো করেছি। ব্যাটিং উইকেটে কিভাবে বোলিং করতে হবে, বোলিং উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে এসব। স্ট্রাইকরেট কিভাবে কী করতে হবে সবকিছুই আমরা অনুশীলন করেছি। এখানে ২৫০ রান প্লাস উইকেট হবে। আমি আশা রাখি আমাদের ব্যাটাররা এটা করতে সক্ষম হবে।’

সারোয়ার ইমরান মনে করেন বাছাইপর্বের সবকটি ম্যাচই জিততে পারবে নিগার সুলতানা জ্যোতির দল, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’

৬ দলের এই বাছাইপর্ব শেষে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ১০ এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে নামবে জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

 

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *