সকাল ১১:১৩ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫

 

 

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ (১৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন ও নিরাপদ রাখা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। পলিটেকনিক শিক্ষার্থীদের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত ও যৌক্তিক সমাধান করে শিক্ষার্থীদের পুনরায় অধ্যয়নে মনোনিবেশ করার উদ্যোগ নেওয়া জরুরি।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ প্রায় ৪ লাখ শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ন করে। এদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে লাগানো সরকারের অন্যতম কর্তব্য। তাই শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গভীর পর্যালোচনা মাধ্যমে সময়োপযোগী ও বাস্তবধর্মী সমাধান নিশ্চিত করে কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, বিগত জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ জাতীয় সংকট নিরসনে পলিটেকনিক শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *