সকাল ১১:৪৭ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

পরিবর্তণ হলো দুই স্টেডিয়ামের নাম : ব্রজেন দাসের নামে সুইমিং পুল

বিশেষ সংবাদদাতা
২৪ এপ্রিল ২০২৫

 

ছয়বার ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু ব্রজেন দাসের নামে নামকরণ করা হয়েছে সুইমিং পুলের। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞানে তিনটি ক্রীড়া স্থাপনার নাম বদলে নতুন নাম দিয়েছে। এর মধ্যে পল্টনের আইভি রহমান সুইমিংপুলের নাম বদলে ব্রজেন দাসের নামে করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের মুক্তিযুদ্ধের প্রয়াত সংগঠক রফিক উদ্দিন ভূঁইয়ার নামের স্টেডিয়ামকে আবার জেলা স্টেডিয়াম নামে ফিরিয়ে এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম রাখা হয়েছে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার দায়িত্ব নেয়। তারপর থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। এরই মধ্যে অনেক ক্রীড়া স্থাপনা পুরনো নাম ফিরে পেয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামালে শেখ হাসিনার পরিবারের বিভিন্ন সদস্যের নামে অনেক স্থাপনার নামকরণ করা হয়েছিল।

দেশব্যাপি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প চালু করেছিল শেখ হাসিনার সরকার। সেই স্টেডিয়ামের নামগুলো এখন উপজেলা মিনি স্টেডিয়াম করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ১৫০টি উপজেলা মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *