রাত ২:২৬ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

পরাজিত শক্তি সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে : ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। দেশপ্রেমিক জনগণকে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এ পাঁয়তারা রুখে দিতে হবে। এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপাসনালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের হাতিয়ার সংখ্যালঘু সম্প্রদায়। অতীতে এরাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে বিরোধী মতকে দমন করেছে। অনেককে গ্রেপ্তারের পর জানা যায়, তাঁরা আওয়ামী লীগের কর্মী।’

ফয়জুল করিম বলেন, ‘গণহত্যাকারী’ সরকারের দেশ থেকে পলায়নের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল। ওই সময় ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুরো দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা, উপজেলা, সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দেন। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন, রাস্তাঘাট পরিষ্কার করেন, চুরি-ডাকাতি রোধে রাত জেগে পাহারা দেন। এসব কাজ করে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

এ সময় দলের মহাসচিব ইনুছ আহমাদ, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ম, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মোহাম্মদ নেছার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *