রাত ৪:১৩ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

নির্বাচন অতিসত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে: আমীর খসরু

বিশেষ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন অতিসত্বর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে ৩১ দফার রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।

সংস্কার করতে হবে সংসদে—এ মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আমাদের যে ৩১ দফা আছে, এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত-অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে।’

দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।’

এ বিষয়ে জনগণের কাছে তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলোর আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *