সকাল ১১:৩৭ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি রিজভীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৫

ডিসেম্বর থেকে জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনে (এনআরএফ) আয়োজিত ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, জনগণ নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের অবসান চায়। নির্বাচন বিলম্বিত করে সরকার জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে কলঙ্কিত করছে।

রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরি করছেন। যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছে, তাদের সবার দ্রুত বিচার হওয়া উচিত।

সভায় রিজভী প্রশ্ন তোলেন, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হতে পারে, অথচ বিএনপির লাখ লাখ নেতাকর্মীর মামলা এখনো কেন প্রত্যাহার করা হয়নি?

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমান উল্লাহ, এনআরএফের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ এবং সদস্যসচিব ফরিদ উদ্দীন আহমেদ।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *