রাত ৮:০৪ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৪

 

ইতিহাস লেখা তো শেষ হলো। এবার দেশে ফেরার পালা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ফেরার জন্য যেন তর সইছে না ক্রিকেটারদেরই। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চান নাজমুল হোসেন শান্তরা। যে কারণে অনেকটা তড়িঘড়ি করেই দেশে ফিরবেন তারা।

জানা গেছে, দুই দলে ভাগ হয়ে দেশে আসবেন মুশফিক-মুমিনুলরা। বাংলাদেশ দলের প্রথম বহর দেশে ফেরার কথা আজ বুধবার রাত ১১টার দিকে।

টাইগারদের দ্বিতীয় বহরটি ফেরার কথা রয়েছে বুধবার দিবাগত রাত ২টায়। অর্থাৎ এই বহর দেশে ফেরার কথা ৫ সেপ্টেম্বর।

বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা সেই তথ্য অবশ্য জানা যায়নি। তবে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অলরাউন্ডারের। সেখানে কাউন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলার কথা তারকা ক্রিকেটারের। সাকিবকে দলে নিয়েছে সারে।

 

 

এমএইচ/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *