দুপুর ১:৫৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

দুই পূত্রবধুকে নিয়ে ছোট ভাইয়ের বাসায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২৫

 

দুই পূত্রবধুকে নিয়ে গুলশানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া।
শনিবার রাতে ৯টা ১৩ মিনিটে একটি নীল কালারের একটি কারের সামনের সিটে বসে গুলশানের বাসা ফিরোজা থেকে বেরুন বিএনপি চেয়ারপারসন।

গাড়িটির দুই দিকে ফ্ল্যাগস্ট্যান্ড ছিলো। একটিতে বিএনপির পতাকা ছিলো।

গাড়িটি গুলশানের ৪২ নং সড়কে ২৪/বি বাসায় প্রবেশ করে। এই বাসায় থাকেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার।

বাসায় পৌঁছালে ছোট ভাই শামীম এস্কান্দার তার সহধর্মিনী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের সহধর্মিনী নাসরিন আহমেদসহ পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানায়।

এই সময়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়া্উর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতারা জানান, ‘ম্যাডাম উনার ছোট ভাইয়ের বাসায় একটি পারিবারিক অনুষ্ঠানে এসেছেন। সাথে তার দুই পূত্র বধু জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান আছেন। এখানে পরিবারের সদস্যদের নিয়ে একান্তে কিছু সময় কাটাবেন।’

লন্ডন থেকে গত ৬ মে দেশে ফেরার পর এই প্রথম খালেদা জিয়া নিজের বাসা ফিরোজার বাইরে বেরুলেন।

খালেদা জিয়া গুলশান থেকে বেরুলে তার গাড়িকে আগে পেছনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীসহ  চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের গাড়ি নিরাপত্তা দিয়ে নিয়ে যায়।

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে এই প্রথম খালেদা জিয়া কোনো নিকট আত্বীয়ের বাসায় গেলেন।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *