রাত ৯:১৮ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

তেল আবিবে হামাসের রকেট হামলা

বিবিসি
০৭ অক্টোবর ২০২৪

 

ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। সোমবার এ হামলা চালানো হয়। এতে দুজন ইসরায়েলি নারী আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, গাজার খান ইউনিস এলাকা থেকে তেল আবিবে পাঁচটি রকেট ছোড়া হয়েছে। অপরদিকে হামাস এই হামলার দায় স্বীকার করেছে।

বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, হামলার সময় তেল আবিবের পূর্বদিকে অবস্থিত আয়ালান হাইওয়েতে যানবাহন চলাচল হঠাৎ থেমে যায়। এ সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস (এমডিএ) জানিয়েছে, হামলায় মধ্য ইসরায়েলে দুজন নারী সামান্য আহত হয়েছেন। তাঁদের বয়স ৩০-এর কোঠায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত।

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর আগে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসেন। এর পর থেকে গত এক বছরে ইসরায়েলি হামলায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলের হামলার বর্ষপূর্তির দিনে আজ সোমবার তেল আবিবে রকেট হামলা করল হামাস।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *