সকাল ১১:৪৪ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

তালেবানের ‘সন্ত্রাসী সংগঠনের’ তকমা বাতিল করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫

 

আফগানিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবানের ‘সন্ত্রাসী সংগঠনের’ তকমা বাতিল করেছেন রাশিয়ার সুপ্রিম কোর্ট। দেশটির এই ডি-ফ্যাক্টো শাসকগোষ্ঠীর সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্ট এক রায়ে এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী তালেবান। ওই সময় যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ায় দেশটির ক্ষমতায় আসে এই গোষ্ঠী।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারকে মস্কো যুক্তরাষ্ট্রের ব্যর্থতা হিসেবে মনে করে। তখন থেকে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। একই সঙ্গে তালেবানকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মিত্র হিসেবে দেখে আসছে মস্কো।

রাশিয়ার সুপ্রিম কোর্টের বিচারক ওলেগ নেফেদভ এক রায়ে বলেছেন, ‘‘সন্ত্রাসবাদী হিসাবে স্বীকৃত সংস্থাগুলোর রুশ ফেডারেল তালিকায় অন্তর্ভুক্ত তালেবানের কার্যক্রমের ওপর অতীতের আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।’’

তিনি বলেছেন, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে আইনি কাঠামোতে কার্যকর হবে। রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রসিকিউটর জেনারেল তালেবান শীর্ষ কর্মকর্তাদের মস্কোতে একাধিক সফরের পর গত মাসে এই গোষ্ঠীটির ‘‘সন্ত্রাসবাদী’’ তকমা অপসারণ করতে আদালতকে পরামর্শ দিয়েছিলেন।

২০২২ এবং ২০২৪ সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার আয়োজিত ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিয়েছিল তালেবানের একটি প্রতিনিধি দল। পরে গত বছরের অক্টোবরে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তালেবানের শীর্ষ এক কূটনীতিক।

সন্ত্রাসী তকমা বাতিল করা হলেও তালেবান কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতির বৈধতা দিচ্ছে না রাশিয়ার এই সিদ্ধান্ত। তবে দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের বিভিন্ন ফোরামে সশস্ত্র গোষ্ঠীটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রুশ কর্মকর্তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি এড়াতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

তালেবানের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি গত দুই দশকে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। ১৯৯৪ সালে আফগান গৃহযুদ্ধের সময় এই গোষ্ঠীটি গঠিত হয়েছিল। মূলত ১৯৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নে লড়াই করা সাবেক মুজাহিদিন যোদ্ধারা এই গোষ্ঠীটি গড়ে তোলেন।

 

 

সূত্র: এএফপি / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *