বিনোদন প্রতিবেদক
০১ মে ২০২৫
শোবিজ তারকাদের নিয়ে ২০২৩ সালে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর ফের ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা।
গতবার ইনডোরে খেলা হলেও এবার খেলা হবে উন্মুক্ত মাঠে। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
দেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা এ খেলায় অংশ নেবেন। টি-২০ ক্রিকেটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে খেলা। চারটি দলের নাম গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স ও স্পারটান্স। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।
এতে অংশ নেবেন অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু, প্রবীর রায় চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন তারকারা। প্রতিদিন সন্ধ্যার পর মাঠে গিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের।
আজ বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের খেলোয়াড়দের নাম। সিসিটি আয়োজন করছে এসএস স্পোর্টস।
ফা আ/ এনজি