সকাল ১১:৩৩ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

তামান্না ভাটিয়ার বড় চমক

বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫

আইটেম গানে তামান্না ভাটিয়া মানেই উত্তেজনার টর্নেডো বয়ে যাওয়া। গেল কয়েক বছরে বেশ কিছু গানে কোমর দুলিয়ে দুনিয়া মাতিয়েছেন তিনি। সেইসব গান আজও বেজে চলেছে নিয়মিতই নানা পার্টি-অনুষ্ঠানে। তবে তামান্না সম্প্রতি বেশ বড় ধাক্কাই খেয়েছেন ‘ওডেলা ২’ সিনেমা দিয়ে। ছবিটি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

সেই ধাক্কা সামলে সামনের দিকে এগিয়ে চলেছেন এই তারকা। ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি।

পিঙ্কভিলা বলছে, বলিউডের একটি বিগ বাজেটের সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তামান্না। পুরাণ-ভিত্তিক থ্রিলারটি পরিচালনা করবেন টিভিএফ খ্যাত দীপক মিশ্র। ‘ভিভান’ নামের সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

ছবিটির ঘোষণা বছরের শুরুতেই দেয়া হয়েছিল। সর্বশেষ জানা গেল এ ছবির মুখ্য নারী চরিত্রে হিসেবে চূড়ান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

তামান্না ভাটিয়া ও সিদ্ধার্থ মালহোত্রার প্রথম জুটি হওয়া সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরে। এর শুটিং শুরু হবে জুন থেকে।

সূত্র আরও জানিয়েছে, তামান্নার চরিত্রটি খুব ভালোভাবে লেখা হয়েছে। এতে পারফর্ম করার জন্য প্রচুর সুযোগ রয়েছে। ‘ভিভানৎ ছবিতে উঠে আসবে ভারতের মধ্যভাগের এক পুরাণময় লোককাহিনি। সিনেমার জন্য তামান্না ও সিদ্ধার্থ দুজনকেই বিশেষ উচ্চারণ প্রশিক্ষণ নিতে হবে। ছবির বড় একটি অংশের শুটিং হবে বাস্তব বনাঞ্চলে, যার জন্য লোকেশন বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

তামান্না ভাটিয়া বর্তমানে ‘রেঞ্জার’ ও ‘রাকেশ মারিয়া বায়োপিক’-এর কাজের মধ্যে ব্যস্ত। এরপর তিনি ‘নো এন্ট্রি ২’ এবং ‘ভিভান’-এর শুটিংয়ে যুক্ত হবেন।

অন্যদিকে বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রা দিনেশ বিজন প্রযোজিত ‘পরম সুন্দরী’ ছবির শেষ পর্যায়ের কাজ করছেন। এরপর তিনি ‘ভিভান’ এবং রাজ শান্ডিল্যর পরবর্তী ছবিতে অভিনয় করবেন। পাশাপাশি সাইফ আলী খানের সঙ্গে ‘রেস ৩’ ও করণ জোহরের প্রযোজনায় সারণ শর্মার পরবর্তী ছবিতেও তার কাজের কথা চলছে।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *