রাত ১০:৫৪ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৪ বিদ্যালয়ে চিরুনি অভিযান

 

 

নিউজগেট২৪

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই ২০২৪

এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে আজ ১৭৪টি প্রাথমিক, মাধ্যমিক ও মহাবিদ্যালয় এবং মাদ্রাসায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১০ জুলাই)ঢাকা দক্ষিণ সিটির ১০টি অঞ্চলের ৪৫টি বিদ্যালয়, ৮৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মহাবিদ্যালয় ও ১৮টি মাদ্রাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে গত ৮ জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন সকল প্রাথমিক, মাধ্যমিক ও মহাবিদ্যালয় এবং মাদ্রাসায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হয়। আজ ২য় দিনের মতো এই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

গত ৮ জুলাই তারিখে ৪২টি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মহাবিদ্যালয়, ১৮টি মাদ্রাসা ও ১৭টি কিন্ডারগার্টেন মিলিয়ে মোট ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠান এই অভিযান পরিচালনা করা হয়। আগামী ১৫ ও ২২ জুলাই তারিখেও উল্লিখিত বিশেষ চিরুনি অভিযান পরিচালিত হবে।

আ.কা/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *