দুপুর ১:৩৫ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ঢাকা দক্ষিণের নতুন আমির হিসেবে শপথ নিলেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত আমির হিসেবে শপথ নিয়েছেন মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আমিরকে শপথ পড়ান জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনালের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনালের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

এসময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, একজন আমিরের পক্ষে এককভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করা সহজ ও সম্ভব নয়। এইজন্য রুকন সদস্যদের শ্রম, ঘাম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি তার দায়িত্ব পালনে রুকন সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *