রাত ২:২৭ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৪

 

নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের ছাত্ররা নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা আমাদের নেয়া উচিত। দেখুন আন্দোলন বুকের রক্ত দিয়ে আপনাদের নিশ্চয় আবু সাঈদের কথা মনে আছে যে, বন্দুকের সামনে, রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে… বলছে গুলি আরও করো। আমি অভিভুত হয়ে যাই, সেই ১৯৭০ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে দেখেছি আর দেখলাম এই ছাত্র-জনতার আন্দোলন, এটা কখনো ভুলার না। আমি অনুরোধ করব যে, আমরা স্বাধীন হয়েছি ঠিকই, এখনো স্থিতিশীল হতে পারিনি। এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকারকে আমরা সকলকে সমর্থন করে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে।

মির্জা ফখরুল বলেন, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বুঝেন না, তারা রাজনীতি করেন না। তারা একটা অল্প সময়ের জন্য এসে এই রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এখন এই সময়ে কোনো নেতিবাচক কথা বলে বা কোনো নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে ভন্ডুল করে দেয়া একেবারে ঠিক কাজ হবে না। আমরা দেখি, আমরা সহায়তা করি। ইনশাল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হবো। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগনের একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠন করতে পারব এবং সেটা সরকার গঠন করবে।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে তার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যারা অপকর্ম করছে, তারা দেশদ্রোহী মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেখবেন আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, ছাত্ররা নেতৃবৃন্দরা এই সংস্কারের কথাই বলছেন। এই সংস্কারকে আমরা স্বাগত জানাই। আজকে ধরয ধরে আমাদের দায়িত্ব হবে যে, নতুন অধ্যায়ের সূচনা হবে সেই নতুন অধ্যায়কে বরণ করে নিতে হবে। আজকে যারা এখানে এই বিজয়কে ম্লান করে দেয়ার জন্য বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়েছে তাদের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক, তারা দেশপ্রেমিক না, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাদের রুখে দিতে হবে, তাদের আপনাদের পরাজিত করতে হবে। আমাদের ছেলেদের বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে বিনাস করে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে আরেক নয়া ফ্যাসিবাদের আভিভূত হতে দিতে পারি না।

আওয়ামী লীগ দিল্লীতে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আজকে দিল্লীতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিজয়কে ভন্ডুর করে দেয়ার জন্য, এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের যে শত্রু যারা বাংলাদেশকে দাবিয়ে চলছে তাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগনের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং চলমান আন্দোলনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আসুন আমাদের ছোট-খাটো বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হইৃ গণতন্ত্রের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি সেজন্য কাজ করি একসাথে। আজকের তরুনরা জেগে উঠেছে, এদেরকে ব্যর্থ হতে যেন আমরা না দেই। এদের যে আশা-আকাংখা, যে স্বপ্ন তারা দেখছেন, এটাকে মিলাতে হবে, এটাকে মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বব চন্দ্র রায়ের সভাপতিত্বে শামসুজ্জামান মেহেদির সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এএসএম আবদুল হালিম, আবদুস সালাম, আফজাল এইচ খান, আবদুল হাই শিকদার, কেন্দ্রীয় নেতা রাশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, সুলতান সালাউদ্দিন টুকু, এম সিরাজুল হক, নিলোফার চৌধুরী মনি, আবদুল বারী ড্যানি, রেজাবুদ্দৌলা চৌধুরী, সুলতান মাহমুদ বাবু, প্রয়াত ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের জামাতা মাহমুদুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

 

জিয়ার মাজার জিয়ারত : এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১২টায় দলের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে যান এবং পুস্পমাল্য অর্পন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবরে পুস্পমাল্য অর্পনের পরে ছাত্র-জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেয়ার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলোযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা-কর্মীদের ওপরে অন্যায়ভাবে হামলার করার চেষ্টা করছে। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা-কর্মী কোনোভাবে গোলোযোগের সাথে জড়িত নয়। উপরন্ত আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, সমঅধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই।
বিএনপি মহাসচিব সাংবাদিকদের আরও বলেন, আমরা আজকে এখানে এসেছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হয়েছে, তিনি মুক্ত হয়েছেন, অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বন্দি হয়েছেন তাদের মুক্তি কিছু হয়েছে, কিছু বাকি আছে আমরা সবগুলো মুক্তির জন্য ব্যবস্থা করছি।

এই সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক মীর সরফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুযেল, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ম্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সস্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *