জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ মে ২০২৫
রাত সাড়ে ৮টা থেকেই ক্লাব প্রাঙ্গণে মোহামেডানের সমর্থক, সাংবাদিকদের ভিড়। প্রথমবারের মতো পেশাদার লিগের চ্যাম্পিয়ন ট্রফি ঐতিহ্যবাহী ক্লাবে আসছে। তাই সবার মধ্যেই বাড়তি উন্মাদনা। রাস্তার যানজট পেরিয়ে সাড়ে ৯টার পর ক্লাবের লোগো সম্বলিত গাড়ি মতিঝিল টয়েনবি সার্কুলার রোডে প্রবেশ করতেই করতালি। সমর্থকদের স্মোক ফ্লেয়ার।
ক্লাব আঙিনা আগে থেকেই বর্ণিল সাজে সাজিয়েছিল। সুন্দর লাইটিং ও চ্যাম্পিয়ন লেখা কয়েকটি ব্যানারে সর্বত্র উৎসবের আবহ। সঙ্গে বাজছে মোহামেডানকে নিয়ে নানা গান। ট্রফি নিয়ে দেশি-বিদেশি খেলোয়াড়রা যোগ দিলেন উৎসবে। কেউ গাইছেন, কেউ আবার দূর থেকে হাসছেন। দুই ঘণ্টার ম্যাচ খেলে, তিন ঘণ্টার ভ্রমণ ক্লান্তি কোনো কিছুই যেন তাদের স্পর্শ করছে না। কুমিল্লায় মাঠে মোহামেডান চ্যাম্পিয়ন জার্সি পরে একদফা উৎসব করেছে। তবে মূল আনন্দ উপলক্ষের জন্য ছিল ক্লাব আঙিনা।
মোহামেডানের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর চ্যাম্পিয়ন ট্রফি বরণ করে নিতে আগেভাগেই ক্লাবে এসেছিলেন। মোহামেডানের লোগো ও চ্যাম্পিয়ন লেখা কেক আগেই প্রস্তুত ছিল। খেলোয়াড়-কোচদের সঙ্গে নিয়ে সেই কেক কাটেন ফুটবল কমিটির চেয়ারম্যান আলমগীর। চ্যাম্পিয়ন খেলোয়াড় ও কোচিং স্টাফকে ফুলের মালাও পরিয়ে দেওয়া হয়।
মোহামেডানের লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়েছে আরও দুই রাউন্ড আগেই। তখনই চ্যাম্পিয়ন উল্লাস হয়েছে। আজ বাফুফে লিগ চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছে। তাই ট্রফি নিয়ে উন্মাদনা একটু বেশিই, ‘প্রায় ছয় বছর মোহামেডানে খেলছি। আজ প্রথম ট্রফি নিয়ে আসলাম ক্লাবের অনুভূতি অবশ্যই অন্য রকম।’ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর মোহামেডান দুই ম্যাচে ছয় পয়েন্টের মধ্যে পাঁচ পয়েন্টই হারিয়েছে। গত রাউন্ডে রহমতগঞ্জের কাছে হারের পর আজ ব্রাদার্সের বিপক্ষে ড্র করেছে। এ নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়া, ‘আমরা অনেক ক্লান্ত। একটি ম্যাচ দুই দিনে খেলতে হয়েছে। আবার এর পরের ম্যাচ খেলতে হলো ৪৮ ঘণ্টার মধ্যে। ফুটবলে এ রকম ফলাফল হতেই পারে।’
আর্থিক সমস্যা, মাঠের অনুশীলন সংকট নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মোহামেডান প্রথমবারের মতো পেশাদার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। ২২ বছর পর ঘরোয়া ফুটবল লিগের শিরোপা পেল সাদা-কালো শিবির। মোহামেডানের সাফল্য নিয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান বলেন, ‘ফুটবলার ও কোচিং স্টাফের নিবেদন সর্বাধিক। পাশাপাশি আমাদের ট্যাকনিক্যাল কমিটি রয়েছে যারা ক্লাবের প্রতি ভালোবেসে সার্বক্ষণিক যোগাযোগ রাখে পরামর্শ দেয়। ক্লাবের সভাপতিসহ আরও অনেকের সম্পৃক্ততায় এই সাফল্য।’
মোহামেডান ক্লাবে শিরোপার আবহ থাকলেও অনেক ফুটবলারের মুখ ছিল মলিন। ক’দিন পরই কোরবানির ঈদ। অথচ কয়েক মাসের বেতন বকেয়া। ট্রফি উদযাপনে অবশ্য খেলোয়াড়দের সুখবরই দিয়েছেন ফুটবল কমিটির চেয়ারম্যান, ‘আমরা এই বোর্ড অফ ডাইরেক্টরস আসার পর খেলোয়াড়দের সঙ্গে যা প্রতিশ্রুতি সেটা বরাবরই বাস্তবায়ন করেছি। এখনও কারো এক আবার কারো দুই মাস বকেয়া আছে সেটা কয়েক দিনের মধ্যেই পরিশোধ করা হবে। খেলা শেষের পর (লিগে আরো এক ম্যাচ রয়েছে) আমরা একটা বোনাসও ঘোষণা করব।’
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। ২২ বছর পর লিগ শিরোপা এসেছে। সেটা ধরে রাখাই সামনে বড় চ্যালেঞ্জ ক্লাবের জন্য। এ নিয়ে পরিচালক আলমগীরের বক্তব্য, ‘মোহামেডান অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়বে। এখন আমাদের যে অবস্থান এখান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা আগামীর দল নিয়ে আলোচনা করব। সামনে আমাদের ক্লাবের নির্বাচনও হবে। যারা আসবে তারাও অবশ্যই ফুটবল শিরোপার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বই রাখবে।’
মোহামেডানের ফুটবল দলের সাফল্যে ক্লাবে ছুটে এসেছেন হকির সুপারস্টার রাসেল মাহমুদ জিমি। তিনি মোহামেডানের ফুটবলের সাফল্যে উচ্ছ্বসিত, ‘হকি খেলোয়াড় হলেও ফুটবল আমার অনেক পছন্দের খেলা। মোহামেডান আমার প্রিয় ক্লাব। মোহামেডানের ফুটবল, হকি, ক্রিকেট যে কোনো সাফল্যে খুশি হই। দীর্ঘদিন পর ফুটবলে শিরোপা পাওয়ায় আনন্দের মাত্রা অন্য রকম।’ আজ ট্রফি পাওয়ায় ক্লাব আঙিনায় স্বল্প পরিসরে মোহামেডান শিরোপা উদযাপন করেছে। ১ জুন ক্লাবের সাবেক খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক, শুভাকাঙ্ক্ষী নিয়ে বড় আয়োজন করতে চায়।
জ উ/এনজি