রাত ৪:১০ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপুল ক্ষতি, খতিয়ে দেখছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল আমেরিকা। গ্রুপপর্বের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। এ ছাড়া বাকি ম্যাচগুলো হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সুষ্ঠুভাবে বিশ্বকাপ শেষ হলেও বাজেটের থেকে বেশি খরচ হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপের আমেরিকা পর্বে কেন বেশি খরচ হলো, তা খতিয়ে দেখবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় হবে আইসিসির গভর্নিং কাউন্সিলের বার্ষিক সম্মেলন। সেখানেই অতিরিক্ত খরচ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনও হয়নি। প্রাথমিকভাবে যে হিসেব আইসিসির হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে শুধু খরচই, বেশি হয়নি। লাভের বদলে ক্ষতি হয়েছে আইসিসির। মনে করা হচ্ছে, বিশ্বকাপের আমেরিকা পর্বে আইসিসির ক্ষতির পরিমাণ লক্ষাধিক ডলার।

বিশ্বকাপ আয়োজন নিয়ে একাধিক অভিযোগ ওঠায় ইস্তফা দিয়েছেন টুর্নামেন্টটির ডিরেক্টর ক্রিস টেটলি। তবে ক্রিকেট সংশ্লিষ্ট কেউ কেউ অবশ্য প্রতিযোগিতা শুরুর আগেই বিশ্বকাপের আমেরিকা পর্বে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন।

আইসিসির এক কর্মকর্তা বলছেন, ‘বোর্ডের অনেক সদস্যই টেটলির কাজে খুশি নন। টেটলি ইস্তফা দিলেও বিশ্বকাপের আমেরিকা পর্বের ক্ষতির দায় তিনি এড়াতে পারেন না। আমেরিকার আরও কিছু শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা যেত। কিন্তু যে কোনো কারণেই হোক টেটলি নিউইয়র্কের বাইরে ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক ছিলেন না। এমন কী বিশ্বকাপের ম্যাচগুলো যে পিচে হয়েছে, তাতে প্রতিযোগিতা শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও ব্যবস্থা করেননি।’

এসব কিছু নিয়েই আলোচনা হবে ১৯ জুলাইয়ের বৈঠকে। আইসিসি কর্তাদের একাংশ মনে করছেন, টেটলির জন্য আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ করার উদ্দেশ্য সফল হয়নি। সে দেশের বাসিন্দাদের সামনে ক্রিকেটকে আরও বেশি করে তুলে ধরা যেত। সেই সুযোগ হাতছাড়া হয়েছে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

 

টিআই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *