বিকাল ৩:৩১ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

টাঙ্গাইলে ঘরের সিঁধ কেটে নারীকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল

১৮ মে ২০২৫

 

টাঙ্গাইলের কালিহাতীতে ঘরের সিঁধ কেটে খোদেজা বেগম (৫৮) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বাগানবাড়ি উত্তরপাড়া থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত খোদেজা বেগম ওই গ্রামের মৃত আতোয়ারের স্ত্রী।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, খোদেজা বেগম বাড়িতে একাই বসবাস করতেন। তার ছেলে আসাদুজ্জামান দুদিন ধরে তার মাকে ফোনে পাচ্ছিলেন না। পরে শনিবার দুপুরের দিকে আসাদুজ্জামান বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে পুরাতন স্টাইলে ঘরের সিঁধ কাটা অবস্থায় দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের সিঁধ কেটে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘরের ভেতরে কাপড়চোপড় এলোমেলো ছড়িয়ে থাকতে দেখা যায়। খোদেজা বেগমকে দুই থেকে তিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলার প্রস্ততি নিচ্ছেন।

 

 

টি আই/ এনজি ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *