দুপুর ১:৪৩ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

টাইগারদের পাকিস্তান সফরসরকারের সবুজ সঙ্কেত পেয়ে গেছে বিসিবি!

ক্রীড়া প্রতিবেদক

১৫ মে ২০২৫

 

 

আরব আমিরাতে ২ ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মোকাবেলা করার কথা লিটন দাসের দলের।

সবই ঠিকঠাক ছিল; কিন্তু সব গড়বড় করে দিয়েছে ভারত-পাকিস্তানের ৪/৫ দিনের যুদ্ধ। যে কারণে বন্ধ হয়ে যায় পিএসএল, আইপিএল। শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ দলের পাকিস্তান সফর।

যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর আবারও এই সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, বিষয়টা দুই বোর্ডের মধ্যে আর সীমাবদ্ধ নেই। নিরাপত্তা বিষয়ে সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া না হলে সফরও সম্ভব হবে না।

অবশেষে পাকিস্তানে টাইগারদের সফরের বিষয়ে সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পাওয়া গেছে বলে জানা গেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ রিপোর্ট প্রকাশ করেছে আজ।

ক্রিকবাজের রিপোর্ট অনুসারে, বিসিবি আজ (১৫ মে) বলেছে, তারা সরকারের কাছ থেকে পাকিস্তান সফরের বিষয়ে সবুজ সঙ্কেত পেয়ে গেছে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা পাকিস্তান সফরের বিষয়ে (সরকারের কাছ থেকে) সবুজ সংকেত পেয়েছি। যদিও আমরা এখনও আনুষ্ঠানিক চিঠি পাইনি, যা আমরা শিগগিরই পাওয়ার আশা করছি। তবে যতদূর জানি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আসন্ন সফরের জন্য আমাদের পাকিস্তান যাওয়ার অনুমতি দেবে।’

ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হলেও পাকিস্তাস সফরের বিষয়ে বিসিবি বলে আসছিল, পাকিস্তান সফর চূড়ান্ত করার আগে অবশ্যই সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এরপর খেলোয়াড়দের সাথেও কথা বলতে হবে।

১৪মে (বুধবার) ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৭ এবং ১৯ মে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হওয়ার পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে গত ১৩ মে নতুন একটি সংশোধিত সফরসূচি পাঠানো হয়েছে বিসিবির কাছে।

পুরনো সূচি অনুসারে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানের ফয়সালাবাদ এবং লাহোরে ৫ ম্যচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পিসিবির পক্ষ থেকে বিসিবিতে পাঠানো সংশোধিত সফরসূচি অনুসারে, বাংলাদেশ দলের পাকিস্তান সফর ২৭ মে শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হতে পারে ৫ জুন।

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *