রাত ১০:৩৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

জিয়াউর রহমানের মাজারে শ্রমিক দলের নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৫

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের হাজারো নেতাকর্মী।

রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শ্রমিক নেতা অ্যাড. শামসুল রহমান শিমুল বিশ্বাস এর নেতৃত্বে নেতাকর্মীরা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

এর আগে বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

শ্রমিক দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে শিমুল বিশ্বাসের সঙ্গে এ সময় ছিলেন- শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শ্রমিক নেতা সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, দক্ষিণ শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ প্রমুখ।

এদিন জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কবর প্রাঙ্গণে আসে। নেতাকর্মীদের মুখে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে সরব থাকে।

শেরেবাংলা নগরে এ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুল দেওয়া হয়।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *