দুপুর ১২:৪৮ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

জামায়াত সম্পর্কে জয়নুল আবেদীন ফারুকের বক্তব্য মিথ্যা-ভিত্তিহীন

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৫

 

 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ‘জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেস্তের টিকিট দেওয়া শুরু করেছে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান রোববার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক গত ১০ এপ্রিল এসএ টেলিভিশন চ্যানেলের এক টক শোতে ‘জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেস্তের টিকিট দেওয়া শুরু করেছে’ মর্মে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার এ বক্তব্য হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আজগুবি, বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়েছেন উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, তার মতো একজন প্রবীণ ব্যক্তির মুখে এ ধরনের হালকা বক্তব্য মানায় না। জামায়াতের সমালোচনা করার মতো কোনো কিছু না পেয়ে জয়নুল আবেদীন ফারুক ইসলামী দাওয়াত সম্পর্কে কটাক্ষপূর্ণ হাস্যকর বক্তব্য দিয়ে নিজের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এভাবে আজগুবি ও অসাড় বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হাস্যকর।

নিজের অবস্থান ও মর্যাদার কথা চিন্তা করেই জামায়াত সম্পর্কে বানোয়াট ও হাস্যকর মিথ্যা বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য তিনি বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুকের প্রতি আহ্বান জানান।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *