রাত ২:৪৩ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জনপ্রত্যাশা পূরণে সময় প্রয়োজন: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘এই সরকার জনপ্রত্যাশার সরকার। এই জনপ্রত্যাশা পূরণ করতে যত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সরকার তা নেবে। তবে তার জন্য সময় প্রয়োজন।’

আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার সচিবালয়ে আনসারের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে যান উপদেষ্টা। সেখানে তিনি চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিভিন্ন দাবিতে চলা আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সরকারের রাজস্ব হঠাৎ করে রাতারাতি বাড়বে না। ফলে সরকার কীভাবে এসব দাবি স্বল্প সময়ে পূরণ করবে?’ আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিক পন্থায় আলোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রতিটি দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতি হলে জনসাধারণ দুর্ভোগ পোহাবে। মূল্যস্ফীতি বাড়লে বাজারে আলুর দাম ৪০ থেকে ৮০ টাকা হবে, পটলের দাম বেড়ে যাবে, তেলের দাম ২০০ টাকা ছোঁবে, পেঁয়াজের দাম ১৫০ টাকা হবে।

ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। হাসপাতালে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

 

ফা আ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *