বিনোদন ডেস্ক
০৩ মে ২০২৫
বিনোদন জগতের ছোটপর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। তবে পর্দায় নাটক কিংবা সিনেমায় নয়; তিনি ব্যস্ত ক্রিকেট নিয়ে। সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। দুই বছর পর আবার মাঠে গড়াচ্ছে এ আসরটি। আর দুদিন পরই শুরু হতে যাচ্ছে সিসিএল। এর মধ্যে টুর্নামেন্টের দলগুলো তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। শুরু হয়েছে প্র্যাকটিস মাঠে তারকামেলা। সেখানে অনেক তারকার উপস্থিতি। সেই সঙ্গে সংবাদমাধ্যমে মুখোমুখি হচ্ছেন তারকারা। সেখানে উপস্থিত ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী শৈশবে তার ক্রিকেট খেলা নিয়ে নানা মজার স্মৃতি তুলে ধরেন। শুধু তাই নয়, আবার ক্রিকেট খেলায় অংশ নিতে পারছেন বলে একরকম আনন্দে আত্মহারাও অভিনেত্রী।
তাসনুভা তিশা বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে। সবাই পরিচিত। এর আগে আমি অংশ নিতে পারিনি। ফেসবুকে ঢুকেই দেখছিলাম— সবাই ক্রিকেট খেলছে। কিন্তু ওই সময় আমি ফিজিক্যালি ফিট ছিলাম না। এরপর যখন হবে, অবশ্যই আমি অংশ নেব।’
তাসনুভা তিশা আরও বলেন, ‘ছোটবেলায় ক্রিকেট খেলতে চাইতাম, কিন্তু আমার ব্যাট ছিল না, তাই ছেলেরা আমাকে খেলতে নিত না।’ তিনি বলেন, আর এখন কাজ ছাড়া তেমন ক্রিকেটেও খেলার সুযোগ হয় না।
অভিনেত্রী বলেন, এখন কি আর ক্রিকেট খেলা হয়! শখের জন্য ক্রিকেট খেলছি। তিনি বলেন, ‘আমি জানি, আমি কোনো খেলায় জিতি না। তবে যেই জায়গায় খেলি, ইভেন আমি যদি ফিল্ডিংও করি, তাহলে আমি ওই জায়গাটাতেও প্রোপারলি খেলতে চাই।’
উল্লেখ্য, ব্যক্তিজীবনে তাসনুভা তিশা ২০১৪ সালে ভালোবেসে ফারজানুল হককে বিয়ে করেন। সেই সংসারে ছিল তার একটি কন্যা ও পুত্রসন্তান। তবে বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় অভিনেত্রীর সংসার। ২০১৮ সালেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিশা। কয়েক বছর সিঙ্গেল মাদার হিসেবে থাকার পর ২০২২ সালে আজগর নামে এক যুবককে বিয়ে করেন অভিনেত্রী। দুজনের পরিচয়ের মধ্যে থেকেই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন তাসনুভা তিশা। পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন।
জ উ / এনজি