বিকাল ৫:০৫ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাবা’ চলাকালিন প্রেক্ষাগৃহে আগুন, নজিরবিহীন ঘটনার সাক্ষী দর্শক!

বিনোদন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫

 

 

 

সিনেমা হলে ছবি চলতে চলতে পর্দায় আগুন লাগার ঘটনা দেখল ভারতের নয়া দিল্লি। গত বুধবার বিকেলে নয়া দিল্লির একটি শপিংমলের প্রেক্ষাগৃহে ঘটে এই ভয়াবহ ঘটনাটি; তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, পিভিআর সিনেমা হলে ‘ছাবা’র শো চলাকালীন আগুন লাগে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহে পর্দার এক কোণায় আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো পর্দাজুড়ে। আর এ সময় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা প্রেক্ষাগৃহে।

 

ওই সময় হলের ভেতরে ছিলেন দর্শকরা। তাদের অনেকেই জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। সেই আওয়াজে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই হুড়োহুড়ি করে এগজিট ডোর দিয়ে বের হতে চান। ভিড়ের জন্য আর ঠেলাঠেলির কারণে বেড়ে যায় আতঙ্ক। এরপর দ্রুত খালি করে দেওয়া হয় সিনেমা হল।

দিল্লির এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে বিকেল ৫টা বেজে ৪২ মিনিটে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে বেশ কিছু দমকল ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে এএনআই সূত্রের খবর। এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

 

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *