দুপুর ১:২৬ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

চোখের চিকিৎসায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ১৭ চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ মে ২০২৫

 

চোখের চিকিৎসায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে দুইজন চিকিৎসক পেয়েছেন স্বর্ণপদক, আরও ছয়জন বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছেন সম্মানজনক পদক। একইসঙ্গে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নয়জন বরেণ্য চক্ষু বিশেষজ্ঞ।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি (ওএসবি) আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনে এ পদক ও সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পদক তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

জানা গেছে, চোখের চিকিৎসায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে সম্মেলনে দুই চিকিৎসককে স্বর্ণপদকসহ মোট আটটি পদক দেওয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন—

১. অধ্যাপক ডা. এম এ হাদী ফকির (অধ্যাপক হাদী আলিম স্মৃতি স্বর্ণপদক)
২. ডা. সৈয়দ মাহবুব উল কাদির (এমএ মতিন স্বর্ণপদক)

অন্যান্য পদকপ্রাপ্তরা হলেন—

১. ডা. যাকিয়া সুলতানা নীলা (খান এ মঞ্জুর পদক)
২. ডা. শাহনাজ বেগম (মোবারক আলী স্মৃতি পদক)
৩. ডা. মোহাম্মদ আমিনুর রহমান (ফজলুল হক স্মৃতি পদক)
৪. ডা. সোমা রানি রায় (অধ্যাপক রবিউল হোসেন কমিউনিটি অফথালমোলজি রিসার্চ অ্যাওয়ার্ড)
৫. মেজর ডা. শাহ মো. রাজিবুল ইসলাম (একিউএসএম হারুন স্মৃতি পদক)
৬. ডা. লুতফুল্লাহিল খবির (ফিরোজা জলিল স্মৃতি পদক)

আজীবন সম্মাননা প্রাপ্ত চক্ষু চিকিৎসকরা হলেন—

১. অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন
২. অধ্যাপক শাহ মো. বুলবুল ইসলাম
৩. অধ্যাপক শেখ এমএ মান্নাফ
৪. অধ্যাপক সৈয়দ মারুফ আলী
৫. অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন
৬. ডা. মো. আব্দুল কুদ্দুস
৭. অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ
৮. অধ্যাপক ডা. সাইফুদ্দিন মোহাম্মদ তারিক
৯. ডা. মো. খালেকুজ্জামান

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অভ্যর্থনা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক উপ-কমিটির চেয়ারম্যান ডা. মো. তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওএসবির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন)।

তিন দিনব্যাপী এ সম্মেলনে চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, নতুন গবেষণা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হবে বলে জানান আয়োজকরা।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *