জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
আগামী ২৫ ফেব্রুয়ারি ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদের সমন্বয়ের একটি প্রতিনিধিদলের চীন সফরের কথা রয়েছে।
জা ই / এনজি