রাত ৯:২২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কমিউনিটি ব্যাংকের চুক্তি ভিত্তিক কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টম্বর ২০২৪

 

চাকরি স্থায়ীকরণের দাবিতে কমিউনিটি ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মচারীরা আজ (০৮ সেপ্টম্বর) রোববার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ‘কমিউনিটি ব্যাংকের সকল অস্থায়ী কর্মচারীবৃন্দের’ ব্যানারে ব্যাংকের রাজধানীর পুলিশ প্লাজার প্রধান শাখার সামনে বেলা ১১টার দিকে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকারীদের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের কর্মীদের একটি বিরাট অংশ চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে পাঁচ বছরের বেশি সময় ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছেন। এসব কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসসি) মাঠপর্যায়ে এটিএম বুথ রক্ষণাবেক্ষণ, ক্রেডিট কার্ড, ঋণবিষয়ক সেবাসহ যাবতীয় ব্যাংকিং সেবা দিয়ে আসছেন। কিন্তু তাদের এই অক্লান্ত পরিশ্রমকে সব সময় ব্যাংক ম্যানেজমেন্ট পাস কাটিয়ে গিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের চাকরির নিরাপত্তা তথা নিয়োগ স্থায়ী করা থেকে কর্তপক্ষ বরাবর পিছিয়ে গেছেন। বাইরে থেকে কর্মী না এনে এই কর্মীদের চাকরি স্থায়ী করে ব্যাংকে অনায়াসে একটি বিশ্বস্ত কর্মিবাহিনী পেতে পারে। কম খরচে পর্যায়ক্রমে ব্যাংকের এসব কর্মীর চাকরি স্থায়ী করা সম্ভব।

বক্তারা বলেন, এই ব্যাংকে অভিজ্ঞতাসম্পন্ন চুক্তিভিত্তিক কর্মকর্তা থাকা সত্ত্বেও জিএসডি ও প্রকিউরমেন্ট বিভাগে মোটা অঙ্কের টাকার বেতনে অন্য ব্যাংক থেকে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য ব্যাংক থেকে নতুন লোকবল না এনে কম খরচে ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মশিউল হক চৌধুরী বলেন, অস্থায়ীদের স্থায়ীকরণের বিষয়ে সর্বশেষ বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। বোর্ড সদস্যরা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন। তিনি বলেন, একটি নিয়মের মধ্যেই ব্যাংক চলে। আমি ইচ্ছে করলেই তো হবে না। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশের ৫৯তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংক এর যাত্রা শুরু হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এই ব্যাংকটি পরিচালনা করে। তাদের পরিচালনা পর্ষদে র‌্যাব সদস্যরাও আছে। বর্তমানে ব্যাংকটি ১৮টি শাখা ও কয়েকটি উপশাখা ৬৪ জেলাসহ সারাদেশে ১০৮টি সার্ভিস ডেস্কের মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকার গুলশান-১ এর পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *