রাত ১১:০৩ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের বাউন্ডারি নিয়ে যা বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে স্টেডিয়ামের বাউন্ডারির দৈর্ঘ্যে পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বা অন্যান্য আসরে যতটা লম্বা ছিল সীমানা, এবার তার থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে ব্যাটাররা বাড়তি সুবিধা পচ্ছেন। তবে এর পক্ষে নন তামিম ইকবাল।

কিছু দিন আগেই বাউন্ডারি নিয়ে কথা বলেছিলেন তামিম। সেটা বিসিবিও বিবেচনা করেছে। তাই চট্টগ্রাম পর্ব থেকে কিছুটা বাড়ানো হয়েছে সীমানার দৈর্ঘ্য। বিসিবির এমন সিদ্ধান্তে খুশি তামিম।

এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এবারের টুর্নামেন্টে আসলেই উইকেট বেশ ভালো। মিরপুরের কথা যদি চিন্তা করেন। সিলেট ভালো ছিল। চট্টগ্রামও ভালো। ভালো ব্যাপার হলো বাউন্ডারির মাপও এখানে ভালো ছিল। এমনই হওয়া উচিৎ। আজ দেখেছেন বাউন্ডারিতে অনেক ক্যাচ হয়েছে। এই জিনিসটা থাকা উচিৎ। এই সাইজেই খেলা উচিৎ, ৫২-৫৩ মিটার নয়।’

বিপিএকে জনপ্রিয় করতে ফ্যানবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ নিয়ে তামিম বলেন, ‘বিপিএল জনপ্রিয় করতে এই জিনিসগুলো জরুরী। ফ্র্যাঞ্চাইজিদের ফ্যানবেজ থাকবে। আইপিএলে যে একটা ব্যাপার হয়, এক খেলোয়াড় এক ফ্র্যাঞ্চাইজিতে ১০ বছর ধরে খেলছে। ফলে ওদের একটা ফ্যানবেজ হয়।’

‘আমাদের বিপিএলে অতীতে ২ বছর হয়ত একরকম দল ছিল, এরপর নিয়ম বদলে যায়, দল বদলে যায়। এই জিনিস ধরে রাখলে ফ্যানবেজ দেখা যাবে বিপিএলেও। যেমন দেখছেন বরিশালের ফ্যানবেজ খুবই শক্তিশালী।’

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *