সন্ধ্যা ৬:৪৫ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

খুলনার হয়ে মাঠে নামছে দুই ক্যারিবিয়ান হার্ডহিটার

বিশেষ সংবাদদাতা

০৩ ফেব্রুয়ারি ২০২৫

 

 

বিপিএলের এলিমিনেটরে আজ সোমবার রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে নামার আগেই রংপুর ঘোষণা দিয়েছিল, ৪ বিদেশিকে উড়িয়ে আনছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে তিনজন- আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্স যোগ দিয়েছেন রংপুর শিবিরে। আজই তাদের খেলার কথা রয়েছে।

অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর প্রেস কনফারেন্সে খুলনা টাইগার কোচ তালহা জুবায়েরও জানিয়েছেন, তারাও প্লে-অফের জন্য বিদেশি ক্রিকেটারদের আনবেন। চেষ্টাও চালিয়ে যাচ্ছেন, যোগাযোগ করছেন একজন ভালো মানের ভিনদেশি আনতে।

দেশি ভালো ক্রিকেটার থাকলেও কেন বিদেশিদের প্রতি আগ্রহ? সেই প্রশ্নের উত্তরে যোবায়ের জানান, স্থানীয় ক্রিকেটাররা দারুণ খেললেও নতআউট পর্বে ভালো মানের কোয়ালিটি বিদেশি ক্রিকেটার অনেক বেশি কার্যকর।

যে কথা সেই কাজ। গতকাল রোববার রাতেই দুই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারকে উড়িয়ে এনেছে খুলনা। তারা হলেন- জেসন হোল্ডার ও শেমরন হেটমায়ার। দুই জনই হার্ডহিটার। হেটমায়ার মিডলঅর্ডার ব্যাটার। হোল্ডার বোলিং অলরাউন্ডার হলেও ব্যাট হাতে যেকোনো বিধ্বংসী হয়ে ওঠতে পারেন।

আজ দুপুরে এলিমিনেটর ম্যাচে নুরুল হাসান সোহানের রংপুরের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের দল খুলনার হয়ে খেলবেন হোল্ডার ও হেটমায়ার।

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *