এনজি প্রতিবেদন
১৭ এপ্রিল ২০২৫
খালেদা জিয়া দেশে আসা প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী মাসের যে কোনো সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম। দেশে যেহেতু তার সঙ্গে দেখা হয়নি, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল। নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া এখন মানসিকভাবে কিছুটা সুস্থ আছেন। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।
জা ই / এনজি