রাত ১০:৪৩ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

খাদের কিনারা থেকে বরিশালকে টেনে তুললেন রিয়াদ-রিশাদ

ক্রীড়া প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৫

 

 

১৬ রানে ৩টি আর ৮৭ রানে নেই ৬ উইকেট। ১০০-১২০ করাই যেন কঠিন হয়ে গিয়েছিল ফরচুন বরিশালের জন্য। খাদের সে কিনারা থেকে দলকে টেনে তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ আর রিশাদ হোসেন।

এই যুগলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজিই গড়ে ফেলেছে বরিশাল। অর্থাৎ জিততে হলে খুলনা টাইগার্সকে করতে হবে ১৬৮ রান।

চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বরিশাল। মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে বল হাতে নিয়ে টানা দুই ডেলিভারিতে ফেরান তামিম ইকবাল আর ডেভিড মালানকে। দুজনই পান গোল্ডেন ডাক।

এরপর রানআউট হয়ে বিপদ বাড়ান মুশফিকুর রহিম (৪ বলে ৫)। ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলে তাওহিদ হৃদয় কিছুটা সময় দলকে ভরসা দেন। কিন্তু মোহাম্মদ নবি (১), ফাহিম আশরাফরা (৯) ব্যর্থ হলে চরম বিপদে পড়ে বরিশাল।

সেখান থেকে মাহমুদউল্লাহ আর রিশাদের ২৮ বলে ৪৭ রানের জুটি। ৪৫ বলে ৩ চার আর ২ ছক্কায় কাঁটায় কাঁটায় ৫০ করে আউট হন মাহমুদউল্লাহ। ১৯ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৯ করেন রিশাদ।

মেহেদী মিরাজ ৩৫ রানে ৩টি আর সালমান ইরশাদ ১৯ রানে নেন ২টি উইকেট।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *