সকাল ১১:৪৬ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

কোন সংস্থার ক্ষমতা বেশি, প্রশ্ন ইশরাকের

এনজি প্রতিবেদন
২২ এপ্রিল ২০২৫

 

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আদালতের আদেশে মানবে কিনা সেই পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে কেও চিঠি দিলে, কোন সংস্থার ক্ষমতা বেশি? আদালত নাকি আইন মন্ত্রণালয়?’

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রাযের কপি নির্বাচন কমিশনে আসার পর পর্যালোচনা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *