নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৪
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশজুড়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনের প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্যে। কমে গেছে বেচাকেনা। ঢাকার অধিকাংশ মার্কেট ও শপিংমলে ক্রেতার আনাগোনা খুবই কম। অনেক প্রতিষ্ঠান ঠিকভাবে তাদের পণ্য সরবরাহ করতে পারছে না। বাড়ছে ক্ষতি।
ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের আন্দোলনে ক্ষতি পরিমাণ বাড়ছেই। আন্দোলনের দ্রুত সমাধান কামনা করছি।
ঢাকার আজিজ সুপার মার্কেটের মেলা ব্র্যান্ডের স্বত্বাধিকারী শফিউল ইসলাম বলেন, আন্দোলনে বেচাকেনা বলতে গেলে শূন্যের কোঠায় নেমেছে। এখানে অধিকাংশ সময় রাস্তা অবরোধ, ভয়েও মার্কেটে আসছেন না অনেকে। এ এলাকায় বেচাকেনার পরিবেশ এখন নেই।
শুধু শফিউল নয়, এ মার্কেটসহ পল্টন, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও আশপাশের দোকানিদের চিত্র একই। এসব এলাকায় দেখা যায়, মার্কেটের অধিকাংশ দোকানে ক্রেতা নেই। বিক্রি কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। দিন দিন তাদের লোকসান বাড়ছে।
জা/ই: এনজি